Thursday 13 April 2017

আজকের এই দিনে : ১৩ এপ্রিল ২০১৭

১৭৪১ খ্রিস্টাব্দের এই দিনে যুক্তরাজ্যের রয়েল মিলিটারি একাডেমি স্থাপিত হয়।
১৭৭২ খ্রিস্টাব্দের এই দিনে ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর নিযুক্ত হন।
১৮৫৫ খ্রিস্টাব্দের এই দিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কৃত ‘বর্ণ পরিচয়’ প্রথম প্রকাশিত হয়।

১৮৯৩ খ্রিস্টাব্দের এই দিনে গোকুল দাস ও দীনেশরঞ্জন দাশ সম্পাদিত মাসিক সাহিত্য পত্রিকা ‘কল্লোল’ প্রথম প্রকাশিত হয়।
১৯০৬ খ্রিস্টাব্দের এই দিনে আইরিশ সাহিত্যিক স্যামুয়েল বেকেটের জন্ম।
১৯১৯ খ্রিস্টাব্দের এই দিনে রাওলাট আইনের প্রতিবাদে অমৃতসরে এক বিক্ষোভ সমাবেশে জেনারেল ডায়ারের নির্দেশে ব্রিটিশ পুলিশ গুলি চালালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
১৯১৯ খ্রিস্টাব্দের এই দিনে প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্রশক্তি ও জার্মানির মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৩৯ খ্রিস্টাব্দের এই দিনে নোবেলজয়ী (১৯৯৫) আইরিশ কবি সিমাস হিনির জন্ম।
১৯৪১খ্রিস্টাব্দের এই দিনে নোবেলজয়ী (১৯৮৫) মার্কিন জীববিজ্ঞানী মাইকেল স্টুয়ার্ট ব্রাউনের জন্ম।
১৯৬৪ খ্রিস্টাব্দের এই দিনে ইয়ান স্মিথ দক্ষিণ রোডেশিয়ার নতুন সরকার গঠন করেন ।
১৯৬৬ খ্রিস্টাব্দের এই দিনে ইরাকের প্রেসিডেন্ট কর্নেল আব্দুস সালাম আরেফ এক বিমান দুর্ঘটনায় নিহত হন।
১৯৭৫ খ্রিস্টাব্দের এই দিনে লেবাননের গৃহ যুদ্ধের সময় খ্রিস্টান উগ্রবাদী ফ্যালানজিষ্ট দলের আধাসামরিক বাহিনী একটি বাসে হামলা চালালে ৩০ জন ফিলিস্তিনী নিহত হয়।
১৯৭৫ খ্রিস্টাব্দের এই দিনে বৈরুতে মুসলামান ও খ্রিস্টানদের মধ্যে দাঙ্গা শুরু হয়।
১৯৯৭ খ্রিস্টাব্দের এই দিনে আইসিসি ক্রিকেটে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়।
২০০৪ খ্রিস্টাব্দের এই দিনে সুপারসনিক বিমান কনকর্ড শেষবারের মতো আকাশে ওড়ে ।

No comments:

Post a Comment

Feel free to leave a comment.